১৩ একড়ি আর মহাবিবর
একদিন সকালে ঘুম থেকে উঠে একড়ি খেয়াল করল, কে যেন শুকনো ডাল দিয়ে একটা তীরচিহ্ন বানিয়ে রেখেছে! তীরচিহ্ন তাকে কোথাও নিয়ে যেতে চায় বুঝতে পেরে ছোট্ট বাজকে নিয়ে একড়ি ওগুলোকে অনুসরণ করে এসে পৌঁছলো একদম নতুন অজানা এক জায়গায়। কি আছে একড়ির ভাগ্যে? কে তাকে ওরকম জায়গায় নিয়ে আসতে চেয়েছে?
1st March, 2024 8:36 AM
Comments
No Comments!